সারা বছরের মতোই দুর্গাপুজোয় (Durga Puja 2022) তাঁদের কোনও ছুটি নেই। বরং, উৎসবের দিনগুলিতে আর পাঁচটি পেশার মানুষের মতোই আরও একটু বেশি রোজগারের আশায় বুক বাঁধেন তাঁরাও। তার সঙ্গেই রয়েছে উৎসবের চারদিন একটু ভালমন্দ খাওয়া। তবে, এবার সেই খাবারের জন্য নবমীর দিন আর রান্না করতে হবে না মহানগরের বিভিন্ন যৌনপল্লীতে (Red light area) ছড়িয়ে থাকা যৌনকর্মীদের। নিজেদের জন্য তো বটেই, পরিবারের বাকি সদস্যদের খাবারও আসবে সোনাগাছি (Sonagachi) থেকে। অষ্টমীর সারারাত ধরেই সোনাগাছিতে চলবে নবমীর মেনুর আয়োজন!
সোনাগাছিতে এ বার দুর্গাপুজোর (Durga Puja at Sonagachi) দশম বর্ষ। প্রতি বারই অষ্টমী পুজোর ভোগ কলকাতার অন্য সব যৌনপল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেটাই এ বার আরও বড় আকারে।
আরও পড়ুন: একটুকরো ভ্যাটিকান সিটি কলকাতাতেই, পুজোয় ভিড় লেকটাউনমুখী
মোট কতজনের জন্য খাবার (Durga Puja meal at Sonagachi) রান্না করা হবে? দুর্বার মহিলা সমন্বয় কমিটির মুখপাত্র মহাশ্বেতা মুখোপাধ্যায়ের কথায়, 'কলকাতায় মোট যৌনকর্মীর সংখ্যায় ১৬ হাজার মতো। প্রত্যেকের পরিবারে মোটামুটি ৪ জন করে ধরলে, ৬০ হাজারের বেশি পাতের কথা ভেবে রান্না করা হবে'।
যদিও, মেনু 'সামান্য'ই। খিচুড়ি, চাটনি আর পায়েস। সেই কাবার যেন সকল যৌনকর্মী পান, তার দিকে নজর দেওয়া হবে। শহরের বিভিন্ন যৌনপল্লীতে তো বটেই, এই খাবার দেওয়া হবে শহরের ভ্রাম্যমাণ যৌনকর্মীদের হাতেও।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই সোনাগাছির পুজোয় থিম শুরু হয়েছে। এ বার ‘প্রতিবাদ’ থিমে সাজানো হবে মণ্ডপ। চতুর্থীতে উদ্বোধন। সে দিন থেকে অষ্টমী পর্যন্ত প্রতি দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মসজিদ বাড়ি স্ট্রিটে।