আদালতের সিদ্ধান্তে স্বস্তিতে বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। বুধবার মনোজিৎ মণ্ডলের (Monojit Mondal) সঙ্গে বিবাহ বিচ্ছেদের পক্ষে রায় দিল আলিপুর আদালত (Alipur Court)। এদিন বিকেলের মধ্যেই নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তিনি জানান, আদালতের এই সিদ্ধান্তে এবার অনেকটাই স্বস্তি পাবেন বৈশাখী।
দীর্ঘদিন ধরেই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক (Sovan Baishakhi Relation) নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। স্ত্রী ও পুত্রকে ছেড়়ে একা থাকতে শুরু করেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু শ্বশুরবাড়ি ও সম্পর্ক ছেড়ে পুরোপুরি বেরোতে পারেননি বৈশাখী। অবশেষে আদালতে বিচ্ছেদ চেয়ে মামলা করেন বৈশাখী। বুধবার আলিপুর আদালত জানায়, স্বামী মনোজিৎ মণ্ডলের সঙ্গে মিউচুয়াল ডিভোর্সের (Mutual Divorce) সিদ্ধান্ত নিতে পারেন বৈশাখী। বুধবারই আদালতে এই সংক্রান্ত নথি জমা দিতে হবে।
সম্প্রতি কাশ্মীর সফরে গিয়েছিলেন শোভন ও বৈশাখী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ছবি। ফেসবুকে সেই সব ছবি শেয়ারও করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখীর সঙ্গে ছিল তাদের মেয়ে মেহুলও। ছবিতে কখনও তাঁদের দেখা যায় বরফে ঢাকা গুলমার্গে, কখনও আবার শ্রীনগরে টিউলিপ গার্ডেনে। বরফে ঢাকা গুলমার্গে বরফ নিয়ে খুনসুটি করতেও দেখা যায় শোভন-বৈশাখীকে।
আরও পড়ুন: বিশ্বের অন্যতম সেরা রাজ্যের হাসপাতাল, আন্তর্জাতিক স্বীকৃতি পেল কলকাতার এসএসকেএম
এখন রাজনীতি থেকে অনেক দূরে একাকালীন দাপুটে নেতা শোভন চট্টোপাধ্যায়। বেহালার বাড়ি ছেড়ে বহুদিন থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছেন তিনি । এখন শোভন-বৈশাখী খবরের শিরোনামে থাকেন শুধুমাত্র রোমান্টিক জুটি হিসাবে। ভ্যালেন্টাইন্স ডে হোক, বা কোনও রোমান্টিক অকেশন। শোভন বৈশাখীকে একসঙ্গেই দেখা গিয়েছে বারবার। তাঁদের রোমান্স নজর কেড়েছে সবার। সমালোচিত হলেও পরোয়া করেননি কোনও কিছুরই। কখনও পিয়ানো নিয়ে রোমান্টিক হতে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। আবার কখনও রবীন্দ্রসঙ্গীতে নাচ করতে দেখা গিয়েছে বৈশাখীকে। এই রোমান্টিক জুটিকে কেন্দ্র করে গানও তৈরি হয়েছে।
আরও পড়ুন: পুরভোটের আগে ফের শোভন-রত্নার বাকযুদ্ধ, আইনি নোটিশ পাঠাবেন বৈশাখী
অবশেষে বৈশাখীর বিবাহ বিচ্ছেদ মামলায় অনেকটাই স্বস্তিতে শোভন চট্টোপাধ্যায়। এখনও ডিভোর্স হয়নি শোভন চট্টোপাধ্যায়ের। সম্প্রতি কলকাতা পুরভোটে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন শোভন জায়া রত্না চট্টোপাধ্যায়। বৈশাখীর ডিভোর্সের পর তিনি ভাবছেন, তার অপেক্ষায় থাকতে হবে শোভন ও বৈশাখীকে।