TMC 21 July: TMC-র শহিদ দিবসের মঞ্চে বড় চমক, উপস্থিত থাকবেন এই বড় নেতা, FB-তে কী জানালেন তৃণমূল নেত্রী?

Updated : Jul 20, 2024 18:33
|
Editorji News Desk

তৃণমূলের ২১ জুলাইয়ের জন্য ইতিমধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা থেকে ইতিমধ্যে তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকরা কলকাতা আসতে শুরু করেছেন। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম এবং সেন্ট্রাল পার্কে। 

এদিকে তৃণমূল কংগ্রেসের ওই মহা সমেবেশে উপস্থিত থাকবেন রাজ্যের  একাধিক শীর্ষ নেতা। তার মধ্যে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও উপস্থিত থাকবেন সেখানে। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে। 

এবিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকার জন্য অখিলেশকে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বয়ং তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। এবং ২১-এর মঞ্চে উপস্থিত থাকবেন। 

লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং একপ্রকার মুখ থুবড়ে পড়েছে বিজেপি। ভোট প্রচারে গিয়ে বিজেপি-র নেতারা দাবি করেছিলেন কম করে ২৫ টি আসন পাবে গেরুয়া শিবির। কিন্তু তার বদলে মাত্র ১১টি আসন গিয়েছে BJP-র ঝুলিতে। তারপর এটাই প্রথম তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। রাজনৈতিক মহলের ধারণা, এবার তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

এদিকে শনিবার ২১ জুলাই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরনো অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেন তিনি। মৃত ১৩ জন কংগ্রেস কর্মীর কথাও উল্লেখ করেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে। পাশাপাশি এদিনের পোস্টেও লোকসভা নির্বাচনের জয় সাধারণ মানুষের উদ্দেশে উৎসর্গ করেন। 

Akhilesh Yadav

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট