লোকসভা নির্বাচনের আগে প্রচারের হাতিয়ারে 'মোদী কি পরিবার' -এই শব্দবন্ধকে এক্স হ্যান্ডেলে ব্যবহার করছেন বিজেপি প্রার্থীরা। এবার এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ তৃণমূলের। তৃণমূল কংগ্রেসকে পাল্টা আক্রমণ করেছে বিজেপিও।
মঙ্গলবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডল থেকে পোস্টারের সিরিজ পোস্ট করা হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, "বাংলায় কাদের নিয়ে মোদীর পরিবার? উত্তর -অপরাধীদের নিয়ে।" ওই পোস্টারেই বিজেপির বিদায়ি সাংসদদের ও এবারের প্রার্থীদের ছবি দিয়েছে তৃণমূল। ছবিতে পরিসংখ্যান দেওয়া হয়েছে, কোন কেন্দ্রের প্রার্থীর কার বিরুদ্ধে কটি ফৌজদারি মামলা।
তৃণমূল কংগ্রেসের এই প্রচারের পাল্টা সমালোচনা করেছে বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, "তৃণমূল আগে নিজেরা আয়নার সামনে গিয়ে দাঁড়াক।"