ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনে চলে গেলেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। এদিন সকালে বিভিন্ন বুথে শাসক তৃণমূলের দিকে সন্ত্রাসের অভিযোগ করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত আসানসোল থেকে বড় ধরণের কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। অগ্নিমিত্রার অভিযোগ, আসানসোলের একাধিক বুথে রাজ্য পুলিশ আছে। রাজ্য পুলিশ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়ে কমিশনে গিয়েেছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বারাবণীর একটি বুথে রাজ্য পুলিশের এক কর্মীর সঙ্গে তর্কেও জড়িয়ে পড়েন আসানসোলের বিজেপি প্রার্থী।
এদিকে বালিগঞ্জের পাঠভবন ও মর্ডান হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। এদিন সকালে ভোট দেখতে বেরিয়ে পড়েন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাবুল জানান, আসানসোলে এবার জোড়াফুলই ফুটবে। বালিগঞ্জের একটি বুথ থেকে ইভিএমের অসুবিধার খবর পাওয়া গিয়েছে। অশোক হলের বুথে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ।
নির্বাচন কমিশন সূত্রে খবর, বালিগঞ্জের ৩০০টি বুথের মধ্যে ২৩টি স্পর্শকাতর। ১০০ শতাংশ বুথেই CCTV নজরদারি থাকবে। ভোটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি বুথ ও বুথের বাইরে ২০০ মিটারের মধ্যে থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর দুই জওয়ান। ২০০ মিটারের বাইরে থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ (West Bengal Police)।
অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রেও, ২ হাজার ১০২টি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, মোট ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৭৫ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটের কাজে রয়েছেন ১০ হাজার ৩২৭ জন কর্মী। ৫ জন পর্যবেক্ষকের পাশাপাশি, রয়েছেন ৪৪২ জন মাইক্রো অবজার্ভার।
আসানসোল লোকসভা কেন্দ্রে কোনওদিনই জয় পায়নি তৃণমূল কংগ্রেস। বামেদের থেকে বিজেপি নিয়েছে এই আসন। দোলা সেন, মুনমুন সেনের মতো দুই প্রার্থীই দুবার বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়োর কাছে হেরে গিয়েছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাবার পর অনেক জলঘোলা শেষে বিজেপি সংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। ঘটনাচক্রে দুবারের সেই আসানসোল জয়ী বাবুল এবার বিজেপির বিরুদ্ধেই লড়বেন বালিগঞ্জ উপানির্বাচন থেকে। এবং তাঁর ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।