চাকরিপ্রার্থীদের বিক্ষোভে (Agitation) মুদিয়ালিতে ধুন্ধুমার। শুক্রবার সকালে পিএসসি ভবনের (PSC Building) সামনে বিক্ষোভে সামিল হন সাব ইন্সপেক্টর পদের চাকরিপ্রার্থীরা। পরিস্থিতি সামলাতে বিরাট পুলিশ বাহিনী (Police Force) মোতায়েন করা হয়। গরমে অসুস্থ হয়ে পড়েন অনেক বিক্ষোভকারী। একাধিক চাকরিপ্রার্থীকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।
বিক্ষোভকারীদের অভিযোগ, আইনি জটিলতার কারণে ২০১৯ সালের পর থেকে নিয়োগ আটকে ছিল। কিন্তু জটিলতা কাটলেও নিয়োগ শুরু হয়নি। মোট ৯১৭ জনের নাম আছে এই প্যানেলে। এই তালিকায় ১০০ জন চাকরি পেলেও বাকিদের কোনও ডাক আসেনি। এই বিষয়ে আবেদন জানালেও কোনও সুরাহা হয়নি বলেই অভিযোগ চাকরিপ্রার্থীদের। এই নিয়েই শুক্রবার সকালে বিক্ষোভে সামিল হন তাঁরা। কর্তৃপক্ষের তরফ থেকে কোনও সদুত্তর না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন: নিউটাউনে বিনামূল্য বিলি করা হচ্ছে জলের পাউচ, বাসস্ট্যান্ডে বসেছে ওয়াটার এটিএমও
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি মামলায় ৯৮ জন গ্রুপ ডি কর্মীর স্কুলে প্রবেশ ও বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।