ফের কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। মঙ্গলবার দুপুরে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। যদিও চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।
মাঝে মাঝেই আত্মহত্যার ঘটনা ঘটে এই পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে। কিছুদিন আগেই এক মহিলা ঝাঁপ দেন মেট্রোর লাইনে। তবে তিনিও প্রাণে বেঁচে যান। দুপুর ৩টের পর এই কাণ্ড ঘটায় খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি নিত্যযাত্রীদের। কিন্তু লক্ষ্মীপুজোর পর কর্মব্যস্ততার দিনে এই ঘটনা ঘটায় চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।