ফের বিতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। চলতি মাসের ১৩ তারিখ বিশ্ববিদ্যালয়ে জমা পড়ে দুটি ব়্যাগিংয়ের অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক ডাকতে চেয়েছিলেন অ্যান্টি ব়্যাগিং কমিটির চেয়ারম্যান সন্ময় কর্মকার। কিন্তু প্রশাসনিক টালবাহানায় তা ডাকা সম্ভব হয়নি বলে অভিযোগ তাঁর। সেকারণে অ্য়ান্টি ব়্যাগিং কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর ব়্যাগিং মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নতুন করে গঠন করা হয়েছে অ্য়ান্টি ব়্যাগিং স্কোয়াড। সদস্যসংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ৫৫ জন রাখা হয়েছে। কিন্তু তারপরেও টালবাহানা চলছে বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও খবর।