কালবৈশাখীর সঙ্গে প্রবল বৃষ্টি। সোমবার দহনজ্বালা কার্যত শেষ হল বঙ্গের। কথা ছিল রবিবার আসার। কিন্তু এদিন সন্ধ্যা আসার ঠিক আগেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হল। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হয়েছে। কোথায়ও বাজ পড়ার খবরও পাওয়া গিয়েছে। শহরের কিছু অংশে শিল পড়েছে বলেও দাবি হাওয়া অফিসের। রাজ্যের তৃতীয় দফা ভোটের আগের সন্ধ্যায় এই বৃষ্টিতে খানিকটা স্বস্তি নামল। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের কোচবিহারেও বৃষ্টি হয়েছে।
গত কয়েকদিন তীব্র গরমের সাক্ষী ছিল এই বাংলা। উষ্ণ হয়েছে উত্তর থেকে দক্ষিণ। পশ্চিমাঞ্চলের জেলাগুলি কার্যত ফুটেছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে বেলা ৯টার পরেই ঘরবন্দি এলাকার মানুষ। যাবতীয় রেকর্ড ভেঙে কলকাতার গরম ৪৪ ডিগ্রি পর্যন্ত যায়।
হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ডে তৈরি হওয়া একটি নিম্নচাপ রেখার জেরেই সোমবার দক্ষিণবঙ্গ সাক্ষী থাকল এই প্রবল বৃষ্টির। বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলা গুলি থেকে শিল পড়ার খবরও পাওয়া গিয়েছে।