রাজ্যে ডেঙ্গি মোকাবিলায় বরাদ্দ ৮১৫ল কোটি টাকা। জোর দেওয়া হল গ্রাম ও শহরের প্রতি খাল সংস্কারের দিকে। এই ব্যাপারে নবান্নে ডাকা জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য প্রশাসন এই বৈঠক ডেকেছিল। যেখানে ঠিক হয়েছে, চলতি মাস থেকে ডেঙ্গির জীবাণু নিয়ন্ত্রণের কাজ শুরু হবে। চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। ৬০টি সরকারি এবং পুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।
ফি বছর রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। তার প্রতিরোধে এবার আগে থেকেই কাজ শুরু করল রাজ্য। আগে শুধুমাত্র শহরাঞ্চলে ডেঙ্গি মোকাবিলায় নজর দেওয়া হত। কিন্তু এবার থেকে ঠিক হয়েছে গ্রামের মানুষকে ডেঙ্গির ব্যাপারে সচেতন করা হবে।
তাই গ্রামাঞ্চলে কাজে লাগানো হবে আশাকর্মীদের। যাঁরা বাড়ি গিয়ে এই ব্যাপারে সচেতন করবেন। এছাড়াও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ডেঙ্গি প্রতিরোধে ঢেলে সাজানোর কথা জানানো হয়েছে।