বাগুইআটি জোড়া খুনের ( Baguiati Double Murder Case) ঘটনায় মূল অভিযুক্ত অবশেষে গ্রেফতার। হাওড়া স্টেশন চত্বর থেকে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে পাকড়াও করা হয়েছে। সত্যেন্দ্র গ্রেফতার হতেই অতনুদের বাড়ি গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir Chowdhury) । আবেদন জানিয়ে বললেন, 'পরিবারের সঙ্গে দেখা করুন মুখ্যমন্ত্রী।'
এদিন অধীর চৌধুরী বলেন, জানি না, এই অপহরণ করতে আগামী দিনে, আর কত নিষ্ঠুর ঘটনার সাক্ষী হতে হবে। তাঁর কথায়, একের পর এক 'রাজ' যখন বন্ধ হচ্ছে, সিন্ডিকেটরাজ, বালিরাজ, কয়লারাজ, হয়তো আগামীদিনে অপহরণরাজও এই বাংলায় দেখতে হতে পারে। যদি না এখন থেকে এই বাংলার মানুষ সতর্ক না হয়।
আরও পড়ুন- Satyendra Chowdhury: ভোলবদলেও হল না শেষরক্ষা, লোডশেডিংয়েই ধরা পড়ল বাগুইআটির মাস্টারমাইণ্ড সত্যেন্দ্র
মুখ্যমন্ত্রীকে অতনুদের পরিবারের সঙ্গে দেখা করার দাবি জানান অধীর। পাশাপাশি, তাঁর দাবি, দ্রুত খুনির শাস্তির ব্যবস্থা করা হোক। দিদি এরা, মা-মাটি সরকারেরই একজন। আপনার অধীনে এরা বাংলার বাসিন্দা। মা-মাটি-মানুষের নেত্রী হয়ে এই পরিবারের মা-বোনদের জন্য একবার আপনার হৃদয়ের অনুভূতি ব্যক্ত করুন, দুঃখ প্রকাশ করুন। শুক্রবার অতনুদের পরিবারের পাশে দাঁড়িয়ে এমনটাই জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।