বড় দিনে বেশি মেট্রো। আগেই জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল। বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর রবিবার। ছুটির দিনে সকালের মেট্রো শুরু হয় একটু বেলার দিকেই। কিন্তু বড়দিনের জন্য ব্যতিক্রম। ১৫ মিনিটের বদলে রবিবার ৮ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। ১৩০টির বদলে রেক চলবে ২০৪টি। মূলত বড়দিনের ভিড় ঠেকাতেই এই দাওয়াই।
সকাল সাতটা পঞ্চাশ মিনিটে কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছেড়ে আসবে দক্ষিণেশ্বরের দিকে। সকাল আটটায় দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো যাবে কবি সুভাষের দিকে। এরমধ্যে একটি ট্রেন যাবে দমদম থেকে কবি সুভাষ। অন্যটি দমদম থেকে যাবে দক্ষিণেশ্বরের দিকে।
ফলে সকাল থেকেই বড়দিনে আনন্দে ভাসতে পারবেন শহরবাসী। কারণ রাতেও বেশ বেলা পর্যন্ত এবার মেট্রো চলার কথা ঘোষণা করা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ শেষ মেট্রো রাত ১০টা ৩৮ মিনিটে। রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ থেকে শেষ মেট্রো আসবে দক্ষিণেশ্বরের দিকে। এরমধ্যে ১০টা ৫০ মিনিটে দমদম থেকে শেষ মেট্রো যাবে কবি সুভাষের দিকে। উল্টোদিক থেকে ঠিক একই সময়ে দমদমের জন্য মেট্রো ছাড়বে।