এবার হাইকোর্টের নির্দেশে গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে জড়িত বেশ কিছুজনের তালিকা প্রকাশ্যে আনল এসএসসি। অভিযোগ, যাদের মধ্যে অনেকেই শূন্য পেয়েছে, কিন্তু কোনও এক অজানা কারণে এসএসসির সার্ভারে সেই প্রার্থীদের নম্বর বেড়ে ৫৪ থেকে ৫৮ পর্যন্ত হয়ে গিয়েছে। আবার মোট ৮৬ জনের প্রাপ্ত নম্বর সার্ভারে ১ থেকে ১১ পর্যন্ত কমে গিয়েছে বলেই অভিযোগ। মূলত টাকার বিনিময়েই নম্বরে ওই কারচুপি হয়েছে বলে অভিযোগ।
শুক্রবার গ্রুপ-সি পরীক্ষায় ওএমআর শিট বিকৃতির অভিযোগে মামলা ওঠে হাইকোর্টে। সেই মামলার শুনানিতে সুপারিশপত্র ছাড়া নিয়োগ করা হয়েছে, এমন ৫৭ জনের প্রার্থী তালিকা ২ ঘণ্টার মধ্যে প্রকাশ করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই সেই তালিকা প্রকাশ করে এসএসএসি। পরবর্তীতে ওই ৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরও ৭৮৫ জন মিলিয়ে ৮৪২ জনের চাকরি বাতিল হয় হাইকোর্টের নির্দেশে।
যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি হারিয়ে ডিভিশন বেঞ্চের দারস্থ হন গ্রুপ-সি কর্মীরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে বলেই খবর। সোমবারই ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন সদ্য চাকরি হারানো গ্রুপ-সি কর্মীদের আইনজীবী।