Partha Chatterjee : নিয়োগ দুর্নীতি মামলায় এবার শেষ চান পার্থ, ১৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি

Updated : Feb 07, 2023 15:14
|
Editorji News Desk

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর জীবনে বন্দিদশা অব্যাহত থাকছে। তবে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় এসপার-ওসপার চান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবীর মাধ্যমে মঙ্গলবার আদালতের কাছে এই আবেদন করেছেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী। পার্থর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য এদিন জানান, তাঁর মক্কেল পার্থ চট্টোপাধ্যায় চান এবার এই মামলা দ্রুত শেষ করতে। আইনজীবী জানিয়েছেন, এই মামলায় আদালতের কাছে পার্থর আবেদন শাস্তি হলে তাঁর শাস্তি হোক। না হলে তাঁকে নির্দোষ বলে ঘোষণা করা হোক। কিন্তু তাঁকে  নিয়ে মিডিয়া ট্রায়াল বন্ধ করা হোক। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে এই মামলার শুনানি ছিল। কিন্তু ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে গিয়েছে শুনানি। 

আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গত বছর ২২ জুলাই নাকতলার বাড়ি থেকে রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। তারপর থেকে ইডির হেফাজতেই রয়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। এদিন ব্যাঙ্কশাল আদালতে তাঁর জামিন এবং অব্যাহতি এই দুটি বিষয়ে শুনানি ছিল। পার্থর আইনজীবী সুকন্যা ভট্টাচার্য জানিয়েছেন, আদালতের কাছে তাঁদের একটি বক্তব্য পেশ করতে দেরি হয়ে গিয়েছে। উল্টোদিকে ইডিও জানিয়েছে, পার্থকে অব্যাহতি দেওয়া হবে কীনা, তা তারা চিন্তা করে বলবে। 

ফলে এই দুটি ঘটনার শুনানি আগামী ১৪ ফেব্রুয়ারি হবে। তবে তার আগে পার্থর আইনজীবীর দাবি, দীর্ঘ সময়ে জেলবন্দি থাকার জেরে শরীর বেশ ভেঙে গিয়েছে প্রাক্তন মন্ত্রীর। এবার তিনি এই মামলা দ্রুত শেষ করতেই আদালতের কাছে আবেদন করেছেন। 

ED CustodyPartha ChatterjeeRecruitment Scam InvestigationCourtRecruitment Scam in WB

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট