তেলঙ্গনা ছাড়া, ভারতের হিন্দি বলয়ে লোকসভা ভোটের সেমিফাইনাল প্রমাণ করল অটুট ব্র্যান্ড মোদী। যেখানে কাজেই এল না রাহুল গান্ধীর জনসংযোগ প্রচারের হাতিয়ার। তাই, হিন্দি বলয়ের তিন রাজ্যের ভোটের ফলকে বিশ্লেষন করে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, এই জয়ে বিজেপির কোনও সাফল্য নেই। বরং দেশবাসীর কাছে নিজেদের প্রমাণ করতে ফের একবার ব্যর্থ কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, মোদী বিরোধিতায় একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, দেশে বিজেপিকে হারানোর লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার একমাত্র দল তৃণমূল কংগ্রেসই।
২০১৪ থেকে ২০২৩। এই নয় বছরে পরিসংখ্যান তুলে তৃণমূল দাবি করেছে, দেশে বাকি সব জায়গায় বিজেপি তার কৌশল খাটাতে পারলেও, বাংলায় তারা বারবার মুখ থুবড়ে পড়েছে। গত বিধানসভার উদাহরণ তুলে তৃণমূল দাবি করেছে, নরেন্দ্র মোদী-অমিত শাহদের অশ্বমেদের ঘোড়া একাই রুখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রত্যয়ী, ২০২৪ সালের লোকসভা ভোটেও মমতা ম্যাজিকেই বাংলায় ভ্যানিশ হয়ে যাবে গেরুয়া রং।
তৃণমূল এখানে উল্লেখ করেছে, বারবার কলকাতায় এসে তৃণমূল নেত্রীর উদাহরণ দিয়েই নিজের দলের কর্মীদের চাঙ্গা করতে চান অমিত শাহ। তাই বাংলার শাসক দল মনে করে, আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে রুখতে একমাত্র ভরসা মমতা। কারণ, মোদী বিরোধিতায় জাতীয় রাজনীতিতে একটাই মুখ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।