জেলের কথা শুনেছেন, সিনেমায় দেখেছেন...কিন্তু, জেলে থাকার কথা কোনওদিন ভেবেছেন ? এবার সেই সুযোগ দিচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল । অপরাধের খাতায় নাম না তুলেই জেলে কাটিয়ে আসতে পারেন এক রাত।
পরাধীন ভারতের বিপ্লবীদের সম্মান জানাতে ইতিমধ্যেই কলকাতার আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। এবার আরও একধাপ এগিয়ে পর্যটকদের জেলে থাকার ব্যবস্থা শুরু করতে চলেছে জেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, স্বাধীনতার পর আরও পঞ্চাশটি সেল তৈরি করা হয়েছিল। সেই সেলগুলিতে আধুনিক শয্যা, সোফা, বাতানুকূল যন্ত্র, টিভি, ফ্রিজ, আধুনিক শৌচালয়-সহ নানারকম ব্যবস্থা করা হবে।
এই অত্যাধুনিক সেলগুলিতেই পর্যটকদের থাকার ব্যবস্থা করা হবে। দু'রকমের ঘর পাওয়া যাবে। একটি স্ট্যান্ডার্ড অন্যটি ডিলাক্স। রুম অনুযায়ী আলাদা আলাদা ভাড়া ধার্য করা হয়েছে। এছাড়াও ক্যান্টিন এবং রুম সার্ভিসের সুবিধাও রাখা হয়েছে।