শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) এবার হটানোর দাবি তুললেন আকাশ বন্দ্যোপাধ্যায় (Akash Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছোট ভাই তিনি। ফেসবুকে তিনি দাবি করেছেন, "শ্রীরামপুর নতুন সাংসদ চায়"। কল্যাণকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও (Aparupa Poddar)।
শনিবার ফের নতুন করে শুরু হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ।তৃণমূলের আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার আক্রমণ করেন তাঁকে। তিনি জানান, "মুখ্য সচেতক হয়ে কেন দলের সাধারণ সম্পাদকের সমালোচনা করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঘরশত্রু বিভীষণ। উনি ইস্তফা দিন।" এদিন দক্ষিণ কলকাতার কিছু তৃণমূল সমর্থিত ক্লাব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ায়। স্লোগানও দিতে দেখা যায় তাঁদের।
আরও পড়ুন: পুরভোট পিছিয়ে দেওয়াকে স্বাগত জানালেন সৌগত, সুকান্ত; দেরি নিয়ে প্রশ্ন সুজনের
শুক্রবার এই ঘটনায় মঞ্চে নামেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "এই বিষয়ে, যে বা যারা বিবৃতি দিচ্ছেন, সকলেই বলা হচ্ছে, তা না করতে। কিছু বলার থাকলে দলে এসে বলুন। দল বা সরকারের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজ করবেন না।" কিন্তু তাতেও থামেনি সংঘাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কটাক্ষ করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।