বাংলায় এজেন্সিরাজ চলছে। শনিবার সকালে টুইট করে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১২ বছর আগের এমনই এক বিশে মে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন দিনে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, ‘‘কেন্দ্রীয় সরকারের এজেন্সিরাজ কাজকে চ্যালেঞ্জিং করে তুলেছে। কিন্তু সারা দেশে লক্ষ লক্ষ মানুষ সঙ্গে আছেন। মিছিলে আছেন। দীর্ঘজীবী হোক ২০ মে।’’
শুক্রবারই মমতা অভিযোগ করেছিলেন, অভিষেক নবজোয়ার যাত্রা ঠেকাতেই সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, ইডি-সিবিআই তৃণমূলকে খুব ভয় পায়। নবজোয়ার কর্মসূচিতে অভিষেক ২৫ দিন ধরে রাস্তা রয়েছে। কী করে এই কর্মসূচি বন্ধ করা যায় তার চেষ্টা করছে বিজেপি। এরআগে বিজেপির বিরুদ্ধে তিনি এজেন্সি নিয়ে অভিযোগ করেছিলেন।
বাঁকুড়ায় ভার্চুয়াল ভাষণে মমতা দাবি করেন বিজেপির শেষের শুরু হয়ে গিয়েছে। কর্নাটকে হেরেছে এবার রাজস্থান এবং মধ্যপ্রদেশ থেকেও বিজেপি উৎখাত হবে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।