বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে দিল্লি পৌঁছবেন তাঁরা। এরপর দলের সাংসদের সঙ্গে বৈঠক করার কথা অভিষেকের।
প্রসঙ্গত শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্ধ্যায় দেখা করার কথা রাষ্ট্রপতি দ্রৌপদীয় মুর্মূর সঙ্গেও। সেই সাক্ষাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি থাকবেন, তা যদিও জানা যায়নি। তবে সাংসদদের সঙ্গে বৈঠকে অভিষেকের সঙ্গে থাকবেন মমতা। পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত কেলেঙ্কারি, মন্ত্রিসভার রদবদল, এসব নিয়েই দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক।
আরও পড়ুন: জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়ল নতুন ছায়াপথের অভাবনীয় ছবি
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ও এসএসসি দুর্নীতি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। সাংসদদের পাল্টা রাজনৈতিক আক্রমণের মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে সর্বভারতীয় রাজনীতিতে দলের রণকৌশল কী হবে, তা নিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করতে পারেন অভিষেক।