রাজনীতি করতে আসেননি। রাজনীতির ময়দানে রাজনীতির কথা হবে। জন্মবার্ষিকীকে স্বামী বিবেকানন্দের (Swami Vivekanda) বাড়িতে এসে এমনই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সকালে স্বামীজির বাড়িতে শ্রদ্ধা জানাতে এসে নাম না করে তৃণমূলকে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পথেই হাঁটলেন না।
আরও পড়ুন: 'ওঁদের চৈতন্য হোক', স্বামীজির জন্মবার্ষিকীতেই সুকান্ত-শুভেন্দুকে কটাক্ষ শশী পাঁজার
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বামীজির বাড়িতে সাংবাদিক বৈঠক না করাই ভালো। আমি রাজনীতি করতে আসিনি এখানে। স্বামীজির ১৬১তম জন্মবার্ষিকী। ভারতের, সমাজের অগ্রদূত, বীর সন্ন্যাসী ও চিরতারুণ্যের প্রতীক। ভারতের বিভিন্ন জায়গায় জাতীয় যুব দিবসও পালন করা হচ্ছে। আমি স্বামীজির দেখানো পথের পথিক। রাজনীতির ময়দানে রাজনীতির কথা হবে।"