তৃণমূল কংগ্রেসে (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee) র সঙ্গে বৈঠকের পর নতুন জাতীয় কর্মসমিতির (national working committe) পদ ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। চার পুরসভার মেয়র ও চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি হলেন যশবন্ত সিনহা (Yaswant Sinha)। সহসভাপতি পদে রাখা হয়েছে সুব্রত বক্সী (Subrata Bakshi) ও চন্দ্রিমা ভট্টাচার্যকেও (Chandrima Bhattacharya)। রাজ্যসভা ও লোকসভা চলাকালীন দলের মুখপাত্র আলাদা করে ঘোষণা করা হয়েছে। রাজ্যসভা চলাকালীন দলের মুখপাত্র থাকবেন সুখেন্দুশেখর রায়। লোকসভা চলাকালীন দলের মুখপাত্র কাকলি ঘোষদস্তিদার। কমিটির সমন্বয়ের দায়িত্বে থাকবেন ফিরহাদ হাকিম।
আরও পড়ুন: আসন্ন ১০৮ পুরভোটে পুলিশেই আস্থা রাখতে চায় রাজ্য, নির্বাচন কমিশনকে জানাল নবান্ন
এদিন চার পুরসভার মেয়র ও চেয়ারম্যানও ঘোষণা করা হয়েছে। বিধাননগরে চেয়ারম্যানের পদে সব্যসাচী দত্ত। বিধাননগর পুরসভার মেয়র হলেন কৃষ্ণা চক্রবর্তী। চন্দননগরে মেয়রের পদে এলেন রাম চক্রবর্তী। আসানসোলে মেয়র হচ্ছেন বিধান উপাধ্যায়।
গত ১২ ফেব্রুয়ারি কালীঘাটের বৈঠকে জাতীয় কর্মসমিতির সব পদের অবলুপ্তি ঘটান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানানো হয়, পরে ফের পদ ঘোষণা করবেন তৃণমূল নেত্রী।