অন্য রাজ্যের সংস্কৃতি বাংলায় আমদানি করে অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। রেহাই পাবে না অপরাধীরা। ধরা পড়বেই। টুইট করার পর শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রামনবমীর মিছিল নিয়ে+ বিজেপির উপর তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার সকালে রামনবমীর মিছিল নিয়ে অশান্তির জেরে দুটি ভিডিয়ো পোস্ট করে তৃণমূল। এদিন সাংবাদিক বৈঠকেও সেই ভিডিয়ো দেখান অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের প্রশ্ন, "আমি চ্যা়লেঞ্জ করছি বিজেপি নেতাদের। আমি টুইট করেছি। আপনি ভিডিয়ো কোট করে বলুন, যার কোমরে অস্ত্র দেখা গেছে, তারা গ্রেফতার হোক। একজন বিজেপি নেতা বলুক।"
এদিন অভিষেক বলেন, "যারা আগুন লাগাচ্ছে আমরা চাই তারা গ্রেফতার হোক। যারা ডিজে চালিয়ে জয় শ্রীরাম বলে গরীব মানুষের ঘরে আগুন লাগাচ্ছে, আমরা চাই তারা গ্রেফতার হোক। কেউ একজন বলুক। ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা, যত সাংসদ আছে, বিধায়ক আছে, কেউ একজন বলুক।"