৯ ঘণ্টা ১৫ মিনিট ধরে ইডির জেরা (ED Interrogation)। সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সকাল ১১টা ৪০ মিনিটে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এদিন তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকরে। ছাতা হাতে ধীর পায়ে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেরিয়েই ইডিকে নয়, বিজেপিকে (BJP) আক্রমণ শানালেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আবারও বলছি, এদিন ৯ ঘণ্টা ১৫ মিনিট জেরার নির্যাস মাইনাস ২। আগের বার শূন্য বলেছিলাম। এবার মাইনাস ২। পরেরদিন ডাকলে মাইনাস ৪ হবে। যত ডাকবে তত মাইনাসে যাবে।"
আরও পড়ুন: 'প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি', অভিষেকের পাশে বিরোধী জোট INDIA
বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, "যারা রাজনৈতিক ভাবে লড়তে পারে না, তারা তদন্তকারী সংস্থার অপব্যবহার করে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করছে। তাদের মনে রাখা উচিত, তারা যদি ভাবে ধুপগুড়ির উপনির্বাচনে ফল বা পঞ্চায়েতের ফল উল্টে যাবে, তা মোটেও হবে না।"