পুজোর আগে ৯২৩ জন চাকরি প্রার্থীর হাতে তুলে দিতে হবে নিয়োগপত্র। বুধবার এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। কাউন্সেলিংয়ের দিনই গ্রুপ সি এবং গ্রুপ ডি-র যোগ্যপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে বলে জানান তিনি। তাঁর আরও নির্দেশ, ২৮ সেপ্টেম্বের মধ্যে শুরু করতে হবে নিয়োগ প্রক্রিয়া। তবে এসএসসির সূত্রে দাবি, একবারে এতজনের নিয়োগ সম্ভব হবে না। আদালতে তাঁদের আবেদন, ধাপে ধাপে ১০০ জনের নিয়োগের নির্দেশ দেওয়া হোক।
প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটির রিপোর্ট উল্লেখ করা হয়, অবৈধভাবে মোট ৬০৯ জনকে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি-র চাকরি দেওয়া হয়েছে। এরপরেই মামলা করেন জনৈক লক্ষ্মী টুঙ্গার। তাঁর মামলার সূত্রেই গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভাগে নিয়োগে দুর্নীতি হওয়ায় বেতন বন্ধ এবং চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।
৯ ফেব্রুয়ারি আদালতের নির্দেশে গ্রুপ ডি-র ৫৭৩ জনের চাকরি বাতিল হয়। বন্ধ করে দেওয়া বেতনও। এবার মেধার ভিত্তিতে সেই শূন্যপদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পুজোর আগেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।