নারদা-কাণ্ডে সবাই চক্রান্তের শিকার। মঙ্গলবার বিজেপিতে যোগে আগে এই মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মহলের দাবি, গেরুয়া শিবিরে যোগের আগে তাদের সেরা হাতিয়ারকেই কার্যত ভোঁতা করে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আড়াল করতে গিয়ে নারদার ঘটনাকে চক্রান্ত বলেই দাবি করেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি।
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, শুভেন্দু চক্রান্তের শিকার। একইসঙ্গে তৃণমূল নেতারাও এই চক্রান্তের শিকার বলেও জানান প্রাক্তন বিচারপতি। এই ঘটনায় অস্বস্তিতে রাজ্যে বিজেপির নেতারা। তাঁদের দাবি, এতটা চালিয়ে নাও খেলতে পারতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসতে জনসভা করবেন তিনি। প্রথমে ঠিক ছিল বারাসতের জনসভাতেই বিজেপিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও বিজেপির তরফে দাবি, এই ঘোষণা তাদের করার কথা ছিল। সেই পরিকল্পনা কার্যত ভেস্তেই দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।