Abhijit Ganguly : বিচারপতি হিসাবে আজই শেষবার হাই কোর্টে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মঙ্গলে ইস্তফা

Updated : Mar 04, 2024 07:12
|
Editorji News Desk

কলকাতা হাই কোর্টে বিচারপতি হিসাবে আজই শেষবারের মতো যাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার তিনি জানিয়েছে, মঙ্গলবার বিচারপতি পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। এই বছরের অগাস্ট মাসে তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তার আগেই বিচারপতি পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সাংবিধানিক ধারা মেনেই মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে ইস্তফা তিনি পাঠিয়ে দেবেন। 

রবিবার তিনি জানান, বিচারপতির পদ ছেড়ে তিনি রাজনীতিতে আসবেন। তবে সেই রাজনীতি করবেন, যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকবে। এবং জাতপাতের কোনও জায়গা থাকবে না। তাঁর এই ঘোষণার পরেই রাজ্য রাজনীতিতে তৎপরতা শুরু হয়ে যায়। ডান-বাম সব শিবির থেকে তাঁকে দলে নেওয়ার ব্যাপারে অনুরোধ করা হয়। কিন্তু ইতিমধ্যেই গুঞ্জন বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে প্রার্থী করা হতে পারে তমলুক কেন্দ্র থেকে। 

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর যুগান্তকারী রায়ে গ্রেফতার করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনার পরেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের সংঘাত দিনে দিনে চরমে ওঠে। 

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে তাঁর সংঘাত প্রত্যক্ষ করে রাজ্যবাসী। আর এরমধ্যেই চাকরি প্রার্থীদের কাছে কার্যত ভগবান হয়ে ওঠেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও, রাজনৈতিক মহলের দাবি, মুখ্যমন্ত্রী সম্পর্কে সবসময় বিনয় দেখিছেন বিচারপতি। তাঁর নির্দেশকে দ্রুত বাস্তবায়িত করে বাংলার স্কুলে চাকরি দেওয়া হয়েছিল সোমা দাশকে। 

বিচারপতির রাজনীতিতে আসার খবরকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছেন, বিভেদ যাই থাকুন না কেন, কুণাল ঘোষ ভাল মানুষ। 

Abhijit Gangopadhyay

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট