শুক্রবার ট্রামের ১৫০তম জন্মদিন। সেই উপলক্ষেই আগামী রবিবার শহরে হবে ট্রাম প্যারেড। দেড়শো বছরের ট্রামের বিবর্তন দেখানো হবে শহরবাসীকে। 'ট্রাম যাত্রা' নামে ট্রামপ্রেমী সংগঠনের পক্ষ থেকে ও পরিবহণ দপ্তরের সহযোগিতায় গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই ট্রাম প্যারেডের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, গায়ক অঞ্জন দত্ত, অভিনেতা মনোজ মিত্র সহ বিশিষ্টজনেরা।
ট্রামের জন্মদিন এবং হেরিটেজ রুটে তার বিবর্তন প্রদর্শন এর অনুষ্ঠানে এসে নিজেদের ছোটবেলার ট্রামে চড়ার স্মৃতি রোমন্থন করলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।
শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ট্রামপ্রেমী সংগঠনের পক্ষ থেকে। নোনাপুকুর ট্রাম ডিপোয় পড়ে থাকা প্রায় ১০০ বছরের পুরনো ট্রামও রবিবার দেখা যাবে শহরের রাস্তায়। উপস্থিত ছিলেন মেলবোর্নের ট্রামপ্রেমীরাও। ছিলেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্রামের প্রাক্তন কন্ডাক্টর-চালক রবার্তো দি আন্দ্রেয়া।