West Bengal Assembly : ধর্ষণ রুখতে কড়া আইন, মঙ্গলে বিধানসভায় পেশ হচ্ছে ‘অপরাজিতা’ বিল

Updated : Sep 02, 2024 17:18
|
Editorji News Desk

আরজি করের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে গোড়া থেকেই সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন, কেন্দ্র কিছু না করলে, তিনি বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে ধর্ষণ-বিরোধী কড়া বিল আনবেন। কারণ, তিনি মনে করেন, ধর্ষণের একমাত্র সাজা ফাঁসি। 

মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মতো, মঙ্গলবার বিধানসভায় ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ আনতে চলেছে রাজ্য। সোমবার থেকে শুরু হয়েছে জরুরি অধিবেশন। মঙ্গলবার এই বিল পেশ করবেন আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার এই বিল পেশের আগে রাজ্য বিধানসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। 

কী থাকছে এই খসড়া বিলে ?

রাজ্যের তরফে এই বিলে প্রস্তাব করা হয়েছে, নির্যাতিতা যদি কোমায় চলে যান, সেক্ষেত্রে ধর্ষকের মৃত্যুদণ্ডের বিধান থাকছে। গণধর্ষণের ক্ষেত্রেও ন্যূনতম শাস্তি আজীবন কারাবাস ও জরিমানা। থানায় ধর্ষণের মামলা দায়েরের ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। দরকারে অতিরিক্ত ১৫ দিন পাওয়া যাবে। রাজ্যে ধর্ষণ রোধে তৈরি হবে ‘অপরাজিতা টাস্ক ফোর্স’, জেলায় জেলায় এই টাস্ক ফোর্স কাজ করবে। নেতৃত্বে ডিএসপি পদমর্যাদার আধিকারিক, মহিলা আধিকারিককে অগ্রাধিকার দেওয়া হবে। 

এই বিল পেশের আগেই এদিন বিধানসভায় আরজি করের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল বার করে বিজেপি। বিজেপির অভিযোগ, বিধানসভার প্রথম দিনে শোকপ্রস্তাবে শুধুমাত্র নাম ছিল রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। আরজি করের ঘটনা নিয়ে শোকপ্রস্তাবে কোনও উল্লেখ নেই বলেও বিজেপির তরফে অভিযোগ করা হয়। 

RG Kar Case

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট