বিধায়ক লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সোমবার আরজি কর কাণ্ডে সোনারপুরে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন লাভলি। বিরোধীদের উদ্দেশ্যে 'বদলা' নেওয়ার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। ডাক্তারদের কসাই বলারও অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর ওই মন্তব্য নিয়েই বিধায়ককে সতর্ক করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এমনই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
গত কয়েকমাস ধরেই বিধায়ক লাভলির কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দলের শীর্ষ নেতৃত্বকে একাধিক অভিযোগ জানান তৃণমূল কর্মীরা। এই বিষয়েও লাভলিকে সতর্ক করেছে দল। সোনারপুরের আরজি কর কাণ্ডের প্রতিবাদে হওয়া অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে লাভলি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙুল কীভাবে নামাতে হয়, আমরা তা ভাল ভাবে জানি।" সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে তিনি জানান, বদলা না নেওয়ার কারণেই তাঁরা এখনও ঘুরে বেড়ান। মঙ্গলবার সোনারপুর থানায় অভিযোগও দায়ের করেন সায়ন বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার "মা-বোনদের ছবি বিকৃত করে টাঙানোর" হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ান। এই ধরনের মন্তব্য দল বরখাস্ত করবে না, তার ইঙ্গিত দিয়ে সোমবারই অতীশকে সাসপেন্ড করে তৃণমূল। এবার সতর্ক করা হল লাভলি মৈত্রকেও।