Kolkata Crime News: চুরি করতে এসে আইসক্রিম খেল চোর, ধরা পড়ল মহিলাদের হাতে

Updated : Jul 08, 2022 17:52
|
Editorji News Desk

শুক্রবার ভোরে রুদ্ধশ্বাস ঘটনার সাক্ষী হলেন কালিঘাট ১৪নং ভট্টাচার্য লেনের বাসিন্দারা। পাড়ার এক বাড়িতে চুরি করতে এসে ধরা পড়ল চোর। ততক্ষণে তার ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন পরিবারের দুই সদস্য। কিন্তু তারপরেও চোরকে ধরে ফেলেন বাড়ির মহিলা সদস্যরা। 

জানা গিয়েছে, রথযাত্রার ভোরে কালীঘাটের ওই এলাকায় একটি বাড়িতে ভোর পাঁচটা নাগাদ চুরির উদ্দেশ্যে এক দুষ্কতী ঢোকে। প্রথমে গৃহকর্ত্রী ভেবেছিলেন হয়তো তাঁরই বাড়ির কোনও সদস্য ঘরের মধ্যে রয়েছেন। পরে বুঝতে পারেন ঘরে চোর ঢুকেছে। চিৎকার করে চোরকে ধরার চেষ্টা করেন গৃহকর্ত্রী দীপা চক্রবর্তী। চোর যে ঘরে ঢুকেছিল সেই ঘরেই ঘুমোচ্ছিলেন দীপার ননদ রত্না চট্টোপাধ্যায়। চেঁচামেচিতে তাঁরও ঘুম ভেঙে যায়। তিনিও চোরকে ধরার চেষ্টা করেন। এর পর ছুটে আসেন পরিবারের এক পুরুষ সদস্য প্রসেনজিৎ চক্রবর্তী। বেগতিক বুঝে ততক্ষণে ধারালো অস্ত্র বের করেছে চোর। তা দিয়েই সে প্রসেনজিতের গলা, মাথায়,পিঠে একাধিক কোপ মারে। ভাইকে রক্তাক্ত অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন দিদি পিঙ্কি চক্রবর্তী। তাঁকেও ধারালো অস্ত্রের আঘাত করে দুষ্কৃতী। সেই আঘাত সহ্য করেই শেষ পর্যন্ত বাড়ির মহিলারা চোরকে ধরে ফেলেন। তবে মহিলাদের এই কাজে সাহায্য করে বাড়ির পোষা কুকুর রকি। সে অভিযুক্তের পা টেনে ধরে তাকে বেকায়দায় ফেলে দেয়। পরে পুলিশের হাতে চোরকে তুলে দেওয়া হয়। আহত প্রসেনজিৎকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় ১৮টি, পিঠে ১৪টি, গলায় ৯টি সেলাই পড়েছে।

আরও পড়ুন- Mamata Banerjee on President Election 2022:রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মু সম্পর্কে অন্য সুর মমতার

পরিবারের সদস্যদের দাবি, পিঙ্কির পিসি রত্নার ঘরেই প্রথমে চোর ঢুকেছিল। সেখানে বিগ্রহ ছিল। ঠাকুরের সোনার গয়না, নগদ টাকা চুরি করেছে অভিযুক্ত। এমনকি, ফ্রিজ থেকে আইসক্রিমও খেয়েছে। প্রথমে চুরি করে কিছু গয়না কাগজে মুড়ে সে এলাকার একটি গলিতে লুকিয়ে রেখে এসেছিল। তারপর আবার চুরি করতে ঢুকেছিল। কাগজে মোড়া সেই গয়না উদ্ধার করেন স্থানীয় এক বাসিন্দা। 

Kolkata Policekolkata crime newsKalighat area

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট