যতকাণ্ড সেই যাদবপুরেই। ফের মেন হস্টেলের মধ্যে এক পড়ুয়াকে ব়্যাগিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ওই পড়ুয়া। সূত্রের খবর ইতিমধ্যেই হস্টেল ছেড়েছেন ওই পড়ুয়া। চিঠিতে তাঁর অভিযোগ হস্টেলের খাবার নিয়ে তাঁকে অকথ্য গালিগালাজ করা হয়। কারণ, তাঁর দায়িত্ব ছিল হস্টেলের বাজার করার। একবার নয়, একাধিকবার এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। এমনকী, হুমকি দেওয়ার অভিযোগও ওই চিঠিতে করা হয়েছে।
ঠিক কী হয়েছিল ? জানা গিয়েছে, এই বছর আবাসিক হিসাবে সিডি ব্লকে থাকা শুরু করেন দর্শন বিভাগের প্রথম বছরের ওই পড়ুয়া। তাঁকে হস্টেল কনভেনর করা হয়েছিল। তাঁর দায়িত্ব ছিল বাজারের। গত ২৫ নভেম্বর মাছের সাইজ এবং ডালের মান নিয়ে তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। অভিযোগ, সকালের পর রাতেও একই ঘটনা ঘটে। এরপরেই তাঁকে কনভেনর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় মানসিক ভাবে ওই পড়ুয়া ভেঙে পড়েন বলেও দাবি করা হয়েছে। তাঁর অভিযোগ, হুমকিও দেওয়া হয়। এরপর নিরাপত্তার অভাব বোধ করায় তিনি হস্টেল ছেড়ে দেন। এই ঘটনার আগে এই বছরের অগাস্ট মাসে এই হস্টলেরে বারান্দা থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছিল এক পড়ুয়ার। যা নিয়ে তোলপাড় হয়েছিল যাদবপুর-সহ রাজ্য রাজনীতি।