যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় এবার UGC এর হস্তক্ষেপ। সোমবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। ইউজিসির অ্যান্টি র্যাগিং দল ক্যাম্পাসে ঢুকে তদন্ত চালাবে, পাশাপাশি বৈঠকে বসছে যাদবপুরের তদন্ত কমিটি। সেই রিপোর্টও দেওয়া হবে UGC -কে।
Jadavpur University: থাকতে গেলে রাখতে হবে 'হস্টেল বাপ'! যাদবপুরের মেইন হস্টেলে 'দাদাগিরি' কী ভাবে চলত?
মেধার ভিত্তিতে দেশ তথা রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে কেন একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে তা নিয়েও উদ্বিগ্ন UGC। একাধিক অভিযোগ দায়ের হয়েছে ইউজিসি, তা খতিয়ে দেখতেই বিশ্ববিদ্যালয়ে আসবে একটি বিশেষ দল। রবিবার সকালেই যাদবপুরের ছাত্রের মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে বিশ্ববিদ্যালয়েরই আরও দুই ছাত্রকে ।