কলকাতায় (Kolkata) বিশেষভাবে সক্ষম কিশোরীকে যৌন নিগ্রহ! আর এই অভিযোগে শনিবার ধৃত কলকাতা পুলিশের কনস্টেবল। দিন দুপুরে শহরের বুকেই চলন্ত অটোয় এক মূক ও বধির নাবালিকাকে এক ব্যক্তি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। মানিকতলা থানা থেকে পকসো আইনে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীকে।
অটোর পিছনের সিটেই বসেছিলেন অভিযুক্ত। নাবালিকা তার মায়ের সঙ্গে অটোয় উঠে তাঁর পাশে বসার পর সেই ব্যক্তি তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিতে শুরু করেন বলে অভিযোগ। মেয়েটি সঙ্গে সঙ্গে তার মাকে জানায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণী মহিলা তাঁর মেয়েকে নিয়ে খান্না মোড় থেকে উল্টোডাঙাগামী অটোয় উঠেছিলেন। বিধাননগর রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন তাঁরা। শুক্রবার দুপুর ৩টে ৩০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। অটোচালক সেই মুহূর্তেই মহিলা ও তাঁর মেয়েকে উল্টোডাঙা থানায় নিয়ে যান। উল্টোডাঙা থানা থেকে তাঁদের মানিকতলা থানায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়।
মধ্য কলকাতার (Central Kolkata) পোস্তা থানা এলাকায় বাড়ির ভিতরেই ধর্ষণের শিকার বিশেষভাবে সক্ষম মহিলা। মহিলার দাদা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ (Kolkata Police)। বিহার থেকে গ্রেপ্তার হয়েছে অভিযুক্তকে। অভিযোগ, তালা দেওয়ার পর তার চাবি রঘুনাথ মণ্ডল নামে প্রতিবেশী এক প্রৌঢ়কে দিয়ে যান ওই ব্যক্তি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তালা খুলে ঘরের ভিতরে ঢোকে রঘুনাথ। বিশেষভাবে সক্ষম ওই মহিলাকে ধর্ষণ করে তালা বন্ধ করে রেখে যায়। কাজের শেষে বাড়ি ফেরেন মহিলার দাদা। দাদাকে দেখেই কাঁদতে শুরু করেন ৪২ বছরের মহিলা। আকার, ইঙ্গিতে দাদাকে বিষয়টি বোঝান তিনি।