শুক্রবার সাড়ে ১১টা। আর কিছুক্ষণ পরই ধর্মতলার শহিদ দিবসে যোগ দেওয়ার কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জোর করে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, ধৃত যুবকের নাম শেখ নুর আমিন। তাঁর স্ত্রী পুনম বিবি জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন। পুনমের দাবি, বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন আমিন। কলকাতায় তাঁর চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন পুনম। কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাচ্ছিলেন, তা নিয়ে জেরা করছে পুলিশ।
তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের আগে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, আটক হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়ির গলির ভিতর ঢোকার চেষ্টা করতেই ধরা পড়েন যুবক। পুলিশ জানিয়েছে, হাজরা রোড ও হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মোড়ে কালীঘাট ক্রসিংয়ের চারমাথা মোড়েই গাড়ি নিয়ে ঢুকতে বাধা পান ওই যুবক। এর পরই তার গাড়ি তল্লাশি চালায় পুলিশ।