Kalyani Medical College: এবার কল্যাণী, ডাক্তারি পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ TMCP ছাত্রনেতার বিরুদ্ধে

Updated : Sep 22, 2024 20:15
|
Editorji News Desk

RG কর কাণ্ডের মধ্যেই এবার এক চিকিৎসক পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস ছাত্র নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কল্যাণী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। থানায় লিখিত অভিযোগ করেছেন ওই চিকিৎসক পড়ুয়া। 

সংবাদমাধ্যমে ওই পড়ুয়ার অভিযোগ, কয়েকজন ছাত্রনেতা আচমকা তাঁর ঘরে ঢুকে পড়েন। বিছানা তছনছ করেন তাঁরা। সেইসময় ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বাধা দেন ওই চিকিৎসক। সেই সময় তাঁর নাকে ঘুষি মারা হয় বলেও অভিযোগ। এমনকি ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ওই চিকিৎসক পড়ুয়া।

শুধু  TMCP পড়ুয়া নয়, অধ্যক্ষের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন ওই চিকিৎসক ছাত্রী। তাঁর অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পর অভিযোগপত্র তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন কলেজের অধ্যক্ষ। যদিও TMCP ছাত্র নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। 

মূল ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ২৮ এপ্রিল। জানা গিয়েছে, ওই দিন কল্যাণী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু TMCP-র একাংশ সেই অনুষ্ঠান বয়কট করে। আর অন্যদিকে ওই অনুষ্ঠানের পক্ষে ছিলেন অভিযোগকারী ডাক্তারি পড়ুয়া। তাঁর নেতৃত্বে অনুষ্ঠানের মহড়া চলছিল। সেইসময় হঠাৎ হোস্টেলের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন অভিযুক্তরা। এবং সেইসময়ই শ্লীলতাহানি করার চেষ্টা হয় বলে অভিযোগ। 

Kalyani

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট