RG কর কাণ্ডের মধ্যেই এবার এক চিকিৎসক পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস ছাত্র নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কল্যাণী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। থানায় লিখিত অভিযোগ করেছেন ওই চিকিৎসক পড়ুয়া।
সংবাদমাধ্যমে ওই পড়ুয়ার অভিযোগ, কয়েকজন ছাত্রনেতা আচমকা তাঁর ঘরে ঢুকে পড়েন। বিছানা তছনছ করেন তাঁরা। সেইসময় ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের বাধা দেন ওই চিকিৎসক। সেই সময় তাঁর নাকে ঘুষি মারা হয় বলেও অভিযোগ। এমনকি ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ওই চিকিৎসক পড়ুয়া।
শুধু TMCP পড়ুয়া নয়, অধ্যক্ষের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন ওই চিকিৎসক ছাত্রী। তাঁর অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পর অভিযোগপত্র তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন কলেজের অধ্যক্ষ। যদিও TMCP ছাত্র নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।
মূল ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ২৮ এপ্রিল। জানা গিয়েছে, ওই দিন কল্যাণী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু TMCP-র একাংশ সেই অনুষ্ঠান বয়কট করে। আর অন্যদিকে ওই অনুষ্ঠানের পক্ষে ছিলেন অভিযোগকারী ডাক্তারি পড়ুয়া। তাঁর নেতৃত্বে অনুষ্ঠানের মহড়া চলছিল। সেইসময় হঠাৎ হোস্টেলের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন অভিযুক্তরা। এবং সেইসময়ই শ্লীলতাহানি করার চেষ্টা হয় বলে অভিযোগ।