নিউটাউনে গুলি করে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নিউটাউনের ইকো পার্কের কাছে। মৃত ওই ব্যবসায়ীর নাম নাসিমুদ্দিন খান। তিনি ভাঙড়ের বাসিন্দা।
জানা গিয়েছে শনিবার রাতে ইকো পার্কের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। হঠাৎ সেখানে একটি বাইকে করে হাজির হয় দুই দুষ্কৃতী। অভিযোগ, তারপরই নাসিমুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তারা। কয়েক রাউন্ড গুলি চালানোর পর সেখান থেকে চম্পট দেয় ২ হামলাকারী।
এরপর স্থানীয়রা গুলির শব্দ শুনে ঘটনাস্থলে হাজির হন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাসিমুদ্দিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। কিন্তু কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বিধাননগরের গোয়েন্দা শাখার পুলিশ। এছাড়াও নিউ-টাউন জোনের ডিসি মানব সিংলাও ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘুরে দেখেন। যদিও কী কারণে খুন তা এখনও নিশ্চিত ভাবে জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিশ্ববাংলা থেকে সিটি সেন্টার ২ যাওয়ার রাস্তাতেই রয়েছে ইকো পার্ক। সন্ধের পর থেকে লোকসংখ্যা কম থাকে সেখানে। এছাড়াও ইকো পার্কের পাশে থাকা সার্ভিস রোডেও হাতে গোনা লোক থাকে। তদন্তকারীদের প্রাথমিক অনুমাণ যেহেতু লোকসংখ্যা কম থাকে সেই কারণেই হামলা চালানো হয়ে।
দুষ্কৃতীদের চিহ্নিত করতে ওই এলাকায় থাকা বিভিন্ন CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তরা কোন দিক থেকে এসেছিল এবং কোন দিকে পালিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।