বাবুঘাটে পে-লোডার গড়িয়ে দুর্ঘটনা। ঘটনায় জখম এক। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো খণ্ডযুদ্ধ লেগে যায়। জানা গিয়েছে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলেছে। এদিন দুপুরের খানিক পর এই ঘটনা ঘটে। অভিযোগ কলকাতা পুরসভার এক পে-লোডার নিয়ন্ত্রণ হারায়। এবং সেটা বাবুঘাটের ঢাল বেয়ে জলের দিকে চলে আসে। সেই সময় গাড়ির ধাক্কায় আহত হন একজন। বাকিরা সামান্য় চোট পান বলেই খবর।
এরপর উত্তেজিত জনতা পে-লোডারের চালককে মারধর করা শুরু করে বলে অভিযোগ। প্রাথমিক ভাবে দু পক্ষকে শান্ত করা হলে, খানিকক্ষণের মধ্যে ফের বচসা শুরু হয়। অভিযোগ পাল্টা অভিযোগ সরগরম হয়ে ওঠে বাবুঘাট চত্বর। এরপর বিশাল বাহিনি গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।