কল সেন্টারের (Call Center) আড়ালে প্রতারণা চক্র। পর্দা ফাঁস নিউটাউন থানার পুলিশের (New Town Police)। গ্রেফতার করা হয়েছে ৭ জন ভিন রাজ্যের বাসিন্দাকে। ১১টি মোবাইল ও ১টা ল্যাপটপ ও বেশকিছু ভুয়ো ডকুমেন্ট উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে নিউটাউনের সিডি ব্লকের ১০৩ নম্বর বাড়িতে।
মঙ্গলবার নিউ টাউনের টহলদারি পুলিশের কাছে খবর আসে, নিউটাউন সিডি ব্লকের ১০৩ নম্বর বাড়িতে প্রচুর বহিরাগতের আনাগোনা চলছে। বেশ কিছুদিন ধরেই বিষয়টি হচ্ছে। এরপরই নিউ টাউন থানার পুলিশ হানা দেয় বাড়িতে।
আরও পড়ুন: বাংলার সিআইডিকে তদন্তে বাধা! দিল্লি যাচ্ছেন রাজ্য পুলিশের তিন শীর্ষকর্তা
পুলিশ বাড়িতে গিয়ে ৭ জন যুবককে দেখতে পায়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পাওয়ায় তাঁদের গ্রেফতার করা হয়। জানা যায়, গত ২ মাস ধরে ওই বাড়ি ভাড়া নিয়ে কল সেন্টারের নামে প্রতারণা চক্র চলছিল। বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছিল। ধৃতদের এদিন বারাসত আদালতে তোলা হবে। ভুয়ো কল সেন্টার আছে, তা জানতে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।