বর্ষা আসতেই বঙ্গে দাপট শুরু হয়েছে ডেঙ্গির। এবার কলকাতায় ডেঙ্গির বলি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ১০ বছরের ওই কিশোরীর প্লেটলেট ৯ হাজারে নেমে গিয়েছিল বলে জানা যাচ্ছে। চিকিৎসা চলছিল, তবুও শেষ রক্ষা হল না। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে সোমবার ডেঙ্গিতে মৃত্যু হয় ওই ছাত্রীর।
Manipur Violence : বিরোধী চাপে সুর নরম, সংসদে মণিপুর নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র
কলকাতা পুরসভা এলাকায় চলতি বছরে ডেঙ্গিতে মৃত্যু এই প্রথম। ছাত্রীর বাড়ি পিকনিক গার্ডেন রোড এলাকাতে। পরিবার সূত্রে খবর, ৭ ৮ দিন একটানা জ্বর ছিল ছাত্রীর, সঙ্গে বমি গা হাতপায়ে ব্যথা। সোমবার পার্কসার্কাসের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।