টাকা উদ্ধারের পর এবার কলকাতায় উদ্ধার বিপুল পরিমান সোনা। শুক্রবার বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে এই সোনা উদ্ধার করেছে পুলিশ। একটি মারুতি অল্টো করে এই সোনা পাচার হচ্ছিল। উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১১ কেজি। যার আনুমানিক বাজার দর ৫৫ কোটি টাকা।
পুলিশ সূত্রের খবর, এদিন ভোর বেলা টহল দেওয়ার সময় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপরে একটি গাড়ি দেখে প্রথমে সন্দেহ হয় পুলিশের। এরপর গাড়িটিকে প্রথমে আটক করা হয়। এই ঘটনায় ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল, নেতাজিরঞ্জন পাওয়ার (৩৫), ময়ূর মনোহর পাটিল (২৯), গণেশ চৌহান (২৬) সুরজিৎ মুখার্জি (২৬) ।
পুলিশ জানিয়েছে, ওই মারুতি গাড়ির ভিতর একটি ব্যাগের ভিতর ছিল প্রচুর সোনার বাট। প্রাথমিক তদন্তের পর তাঁদের অনুমান গাড়িটি বিটি রোড হয়ে মেদিনীপুরের রাস্তা ধরছিল। গাড়িটির নম্বর প্লেটটিও পশ্চিমবঙ্গেরই বলে জানা গিয়েছে। তবে, কোথা থেকে ওই সোনা আনা হয়েছিল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল, কার নির্দেশেই বা তারা এই কাজ করছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।