প্রথমে ঠিক ছিল রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে থেকে যাবে কেন্দ্রীয় বাহিনী। সেই কারণে প্রাথমিক ভাবে বাংলায় ১৯ জুন পর্যন্ত বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের সেই সিদ্ধান্তের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে তা আরও বাহাত্তর ঘণ্টা বাড়ানো হয়েছিল। এরইমধ্যে এসে গেল উপনির্বাচন।
মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, ২৬ জুন থেকে রাজ্যে উপভোটকে ঘিরে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীকে। চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য ৫৫ কোম্পানি বাহিনীকে আনা হচ্ছে। এরমধ্যে ব্যবহার করা হবে ৪৭ কোম্পানিকে। বাকি কোম্পানিকে রাখা হবে স্ট্রংরুম পাহাড়া দেওয়ার জন্য।
মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর উপনির্বাচন নিয়ে একটি বৈঠক করে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, লোকসভা ভোটের মতো বিধানসভা উপনির্বাচনেও সব বুথে ওয়েব কাস্টিং করা হবে।
১০ জুলাই বাংলার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। গণনা হবে ১৩ জুলাই। মঙ্গলবার মানিকতলা কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে। মনোনয়ন জমার সময় মায়ের সঙ্গে ছিলেন মেয়ে শ্রেয়া পান্ডে।