RG কর কাণ্ডে সুবিচারের দাবিতে এবার রিলে মিছিল করল নাগরিক সমাজ। সাড়ে তিনটে থেকে শুরু হওয়া ওই মিছিল শেষ হবে শ্যামবাজারে। হাইল্যান্ড পার্ক থেকে শুরু করে মোট ৪২ কিমি অতিক্রম করবে ওই মিছিল।
ওই মিছিলে পা মিলিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। চাকুরীজীবী থেকে শুরু করে পড়ুয়া সহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় কয়েক হাজার মানুষ ওই মিছিলে যোগ দিয়েছেন। মিছিলের সামনে রয়েছে দুটি মশাল। ওই মিছিল রাত ১২টায় শ্যামবাজারে গিয়ে পৌঁছবে।
মিছিলের শুরু থেকেই বিচারের দাবিতে স্লোগান উঠতে থাকে। পাশাপাশি বিভিন্ন দাবি নিয়ে প্ল্যাকার্ডও লেখা হয়।
অন্যদিকে সুবিচারের দাবিতে স্বাস্থ্যভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। বিকেল ৪ টে থেকে ওই মিছিল শুরু হয়। এদিকে ওই মিছিল শেষ করেই কর্মবিরতি আংশিকভাবে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।