ফের খাস কলকাতায়(Kolkata) টাকা উদ্ধার (Money Recoverd)। এবার ঘটনাস্থল বড়বাজার (Burrabazar। এক সংস্থার অফিস থেকে উদ্ধার প্রায় ৩৫ লক্ষ টাকা। পুলিশের (Kolkata Police) প্রাথমিক অনুমান, হাওয়ালা মাধ্যমে টাকা পাচারের চেষ্টা চলছিল। সেই সময় কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করে গোটা টাকা।
শুক্রবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং গুন্ডা দমন শাখা যৌথভাবে বড়বাজার এলাকার কটন স্ট্রিট এবং বাবুলাল বাজাজ এলাকায় তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার হয় ৫০০ এবং ২০০০ টাকার নোটের তাড়া তাড়া বান্ডিল। যদিও ওই টাকা ওখানে কেন মজুদ করা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার স্বপক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি।
আরও পড়ুন- 'আদালতের নির্দেশে কোনও মন্তব্য নয়', ১৯১১ জনের চাকরি বাতিল নিয়ে জানালেন ব্রাত্য বসু