RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সন্দীপের আরও ৩ সঙ্গীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। তাঁদের নাম বিপ্লব সিনহা, সুমন হাজরা এবং আফসার আলি। তাঁরা প্রত্যেকেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
CBI সূত্রে জানা গিয়েছে, বিপ্লব সিনহা এবং সুমন হাজরা ভেন্ডার হিসেবে পরিচিতয অন্যদিকে আফসার আলি সন্দীপ ঘোষের ব্যাক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন।
সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। সোমবার সন্ধেয় সিজিও কমপ্লেক্স থেকে তাঁকে নিয়ে বেরোন সিবিআই আধিকারিকরা। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতেই একাধিক অসঙ্গতি মেলে বলে খবর। আর তারপরেই গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।