যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় (JU Student Death ) গ্রেফতার আরও তিনজন । ধৃতদের মধ্যে এক পড়ুয়া এবং দুই প্রাক্তনী বলে জানা গিয়েছে । পুলিশ সূত্রে খবর, এদিন তাঁদের থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ । তারপরই তাঁদের গ্রেফতার করা হয় । যাদবপুরের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছিলেন ৯জন । এবার সেই সংখ্যা বেড়ে হল ১২ ।
ধৃতদের নাম শেখ নাসিম আক্তার, হিংমাশু কর্মকার, সত্যব্রত রায় । তিনজন অভিযুক্তই সৌরভ চৌধুরীর খুব কাছের বলে জানা যাচ্ছে । এদের মধ্যে নাসিম ও হিমাংশু প্রাক্তনী । জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা নাসিমের পড়াশোনা রসায়ন নিয়ে । অন্যদিকে, গণিত নিয়ে পাশ আউট করেছে হিমাংশু । বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ।
আরও পড়ুন, JU Student Death : সিনিয়র আই-প্যাক কর্মীর গ্রেফতারি আটকানো হয়েছে, যাদবপুরের ঘটনায় বিস্ফোরক শুভেন্দু
এদিকে, যাদবপুরে বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন সত্যব্রত রায় । চতুর্থবর্ষের ছাত্র সত্যব্রতর বাড়ি হরিণঘাটায় । জানা গিয়েছে, সত্যব্রতই ঘটনার দিন অর্থাৎ, বুধবার রাতে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে ফোন করে জানিয়েছিলেন, হস্টেল থেকে এক ছাত্রকে ঝাঁপ দিতে বলা হচ্ছে।
বুধবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-২ ব্লকের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বাংলা অনার্সের প্রথম বর্ষের এক ছাত্রকে । বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় । মৃত পড়ুয়ার বাবা পুলিশে খুনের অভিযোগ দায়ের করে । তারপরেই প্রথমে গ্রেফতার হন সৌরভ চৌধুরী । তারপর তদন্ত যত এগোচ্ছে, উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য । পুলিশের জালে ধরা পড়ছে অভিযুক্তরা ।