IMA: IMA-রাজ্য শাখার অফিসে তুলকালাম কাণ্ড, নির্বাচনী প্রস্তুতি বৈঠক থেকে বের করে দেওয়া হল ৩ চিকিৎসককে

Updated : Sep 22, 2024 19:02
|
Editorji News Desk

IMA-র রাজ্য শাখার নির্বাচনী প্রস্তুতি বৈঠক ঘিরে ধুন্ধুমার কাণ্ড পার্ক সার্কাস সংলগ্ন ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশনের  অফিসে। ওই বৈঠক থেকে তিন চিকিৎসককে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। সেখানে উপস্থিত ছিলেন IMA-র রাজ্য সম্পাদক শান্তনু সেন। 

কী ঘটেছে?
কয়েকমাস পরেই রয়েছে IMA-এর পশ্চিমবঙ্গ শাখার নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে রবিবার প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছিল IMA-র রাজ্য সদর কার্যালয়ে। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে, আসন্ন নির্বাচনে কারা কারা প্রার্থী হবেন। কিন্তু বৈঠকের শুরুতেই বিপত্তি বাধে। 

ওই বৈঠকে উপস্থিত ছিলেন, তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়ঙ্কা রানা নামে তিন চিকিৎসক। অভিযোগ, তাঁদের তিনজনের নাম RG কর কাণ্ডের সঙ্গে জড়িয়েছে। সেইকারণে বৈঠক থেকে বের করে দেওয়া হয় তাঁদের। 

বিক্ষোভকারীদের অভিযোগ, ওই তিন চিকিৎসক উত্তরবঙ্গ লবির সঙ্গে যুক্ত ছিলেন। সেই কারণে তাঁকে এই বৈঠকে না থাকার অনুরোধ করা হয়েছে। জানা গিয়েছে প্রিয়াঙ্কা রানা বিরূপাক্ষ বিশ্বাসের বন্ধু।

যদিও ওই তিন চিকিৎসক জানিয়েছেন, তাঁরা কোনওভাবেই RG কর কাণ্ডের সঙ্গে যুক্ত নন। তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। তাঁদের পালটা অভিযোগ, IMA-র নির্বাচনে যাতে তাঁরা প্রার্থীপদ না দিতে এবং অন্য কোনও নামের প্রস্তাব না দিতে পারেন সেই কারণে বৈঠক থেকে বের করে দেওয়া হয়েছে। 

এবিষয়ে চিকিৎসক তাপস চক্রবর্তী জানিয়েছেন,  তিনি অসুস্থ। বৈঠকে যোগ দিতেই তিনি সেখানে গিয়েছিলেন। অভিযোগ, তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অভিযোগের তির আইএমএ-র রাজ্য সম্পাদক শান্তনু সেন এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে।

IMA

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট