তিলজলায় শিশুকন্যা খুনের ঘটনায় সোমবার পার্ক সার্কাস, তিলজলা, বন্ডেল গেট এলাকায় তাণ্ডব চালায় একদল উন্মত্ত জনতা। রাস্তার পাশাপাশি বিক্ষোভের আঁচ এসে লাগে রেললাইনেও। এবার সেই হামলার ঘটনায় ২০ জনকে গ্রেফতার করল পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখেই অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে জানায় তিলজলা থানা।
সোমবার দফায় দফায় উত্তপ্ত হয় তিলজলা এলাকা। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে পার্ক সার্কাস, বালিগঞ্জ চত্বরেও। বিক্ষোভকারীদের দাবি ছিল, রবিবার রাতে তিলজলা থানা এলাকায় ভাঙচুরের অভিযোগে আটক ৩ জনকে মুক্তি দিতে হবে। এর আগে রাস্তা আটকেও বিক্ষোভ দেখান তিলজলার বাসিন্দারা। নিহত শিশুর পরিবারের সদস্যরাও বিক্ষোভে সামিল হয়েছিল বলে খবর। উন্মত্ত জনতা রাস্তায় থাকা একাধিক পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশকে লক্ষ করে ইট-পাথর ছোড়া হয় বলেও অভিযোগ। এরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
আরও পড়ুন- CPIM Kolkata Rally: মিলল না পুলিশি অনুমতি, ২৯ মার্চ বামফ্রন্টের মিছিলের রুট বদল, বদলে গেল সময়ও