SSC গ্রুপ ডি পদে (SSC Group D) চাকরি গেল ১,৯১১ জনের । মামলায় চাকরি প্রাপকের সুপারিশপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। শুক্রবার স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।
এর আগে মামলায়, দুপুর ১২টার মধ্যে কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ মতো চাকরি বাতিল করল কমিশন। বৃহস্পতিবারই এসএসসির পক্ষ থেকে জানানো হয়, নবম ও দশমে ৮০০-এর বেশি শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে।
আরও পড়ুন: ১৯১১ জনের চাকরি বাতিল, শূন্যপদে কবে,কীভাবে হবে নিয়োগ ? জানিয়ে দিল SSC
বৃহস্পতিবার আদালতে এসএসসি জানিয়েছে, নবম ও দশমে ৮০০-এর বেশি শিক্ষকের চাকরি বাতিল করা হবে। গ্রুপ ডি-র ২৮২০টি ওএমআর শিট বিকৃত করা হয়েছ। কমিশনের সার্ভারে থাকা নম্বরের সঙ্গে কোনও মিল নেই। এরপরই আদালত নির্দেশ দেয়, শুক্রবার দুপুর ১২টার মধ্যে কমিশনকে হলফনামা জমা দিতে হবে। হলফনামা জমা দেওয়ার ৫ মিনিটের মধ্যে নিয়োগপত্র প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে আদালত।