রাজ্যে এখনও পর্যন্ত ১৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাজ্য বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, অ্যাডিনোভাইরাসে মারা গিয়েছে ছয় শিশু। বাকি ১৩ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে। এদিন তিনি জানান, তাঁর বাড়িতেও থাবা বসিয়েছে অ্যাডিনোভাইরাস। কিন্তু কে এই ভাইরাসে আক্রান্ত বিধানসভায় তা স্পষ্ট করেননি।
গত কয়েকদিন ধরেই রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের দাবি করোনা পরবর্তী সময়ে অ্যাডিনোভাইরাসের দাপট বাড়ছে। মূলত শিশুদের শরীরে এই ভাইরাস বেশি করে বাসা বাধছে। তার জেরে, প্রবল জ্বরের সঙ্গে সর্দির প্রভাবে কাবু করে দিচ্ছে শিশু শরীরকে। তবে এই ভাইরাসের জেরে অধিকাংশ শিশুর মৃত্যু কীনা, গত কয়েকদিন ধরেই তা নিয়ে বিতর্ক চলছে। সরকারি হিসাবে আগেও নবান্ন দাবি করেছিল, রাজ্যে অধিকাংশ শিশু মারা গিয়েছে নিউমোনিয়ায়।
এদিন বিধানসভায় হাজির হয়ে রাজ্যবাসীকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাইরাস থেকে বাঁচতে রাজ্যের অভিভাবকদের আরও সচেতন হতে বলেছেন তিনি।