মোকাবিলা করলেও, কিছুতেই বাগে আনা যাচ্ছে না ডেঙ্গিকে। এবার মারা গেল ১৭ বছরের এক যুবক। কলকাতার বউবাজার অঞ্চলের বাসিন্দা গত বিশে সেপ্টেম্বর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি-সহ একাধিক রোগের কথা উল্লেখ করা হয়েছে।
রোজই রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শহরের প্রতিটি হাসপাতালে এবং নার্সিং হোমে ভর্তি রয়েছেন ডেঙ্গি আক্রান্তরা। পুরসভা এবং প্রশাসন লাগাতার কাজ করছে ডঙ্গি মোকাবিলায়। তাতেও মৃত্যু রোখা যাচ্ছে না।
বৃহস্পতিবারই সল্টলেকে ডেঙ্গিতে মারা গিয়েছিলেন বাহান্ন বছরের এক বৃদ্ধা। তারপর কলকাতার মারা গেল ১৭ বছরের এই যুবক। পুজোর আগে ডেঙ্গিতে মৃত্যু নিয়ে উদ্বেগ্নি নবান্ন।